Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
শূন্যপাসে এমপিও বন্ধ হওয়া স্কুলের শিক্ষকরা ফের বেতন পাচ্ছেন
বিস্তারিত

এসএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী পাস করতে না পারায় পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চরগঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও স্থগিত করা হয়েছিল। কিন্তু পরীক্ষায় কাম্য সংখ্যক শিক্ষার্থী পাস করায় প্রতিষ্ঠানটির শিক্ষকরা ফের এমপিও ফিরে পাচ্ছেন। প্রতিষ্ঠানটির এমপিও পুনরায় চালু করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে শিক্ষা অধিদপ্তরকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

 

জানা গেছে, ২০১৯ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় কেউ পাস ফল পাশ করতে না পারায় পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চরগঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এমপিও স্থগিত করা হয়েছিল। মন্ত্রণালয় বলছে, পরবর্তীতে নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটির শর্তপূরণ করতে সক্ষম হয়েছে। তাই বিধি মোতাবেক নিয়োগ পাওয়া শিক্ষকদের স্থগিত এমপিও পুনরায় চালু করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল এ নির্দেশনা দিয়ে শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
12/01/2021
আর্কাইভ তারিখ
30/01/2021